Friday, March 27, 2015

মিশর রমণী


 

মিশরের তিনকোণা  সমাধির
মধ্যে  তোমার  খোদাই মুখ ,

চোখ মেলে ওপরের দিকে

শুয়ে আছো অনন্ত কাল;

রাণীর অন্তিম শয্যা -
সেও এক শ্রেষ্ঠ নারী

অমলিন , অটুট এক সৌন্দর্য ;

যেখানে কোঁকড়া কালো চুল
মিলিয়ে যায় রাণীর মুকুটে ,

বা পুরু ঠোঁটের আগুনে

লাল রঙ হয় কালো;

রঙ্গীন বস্ত্র সম্মানিত  যেখানে 
নারীর  অঙ্গ সজ্জায় –
সেখানেই শুয়ে  , রাণী

তার শেষ শয্যায়।

No comments: