Monday, March 30, 2015

Bipolar


না হয় বাসলে না আমায় ভালো,
বা বাসতে চাইলে না

কারন চাইলে অনেক কিছুই (এবং অনেককেই )যায় বাসা ভালো
আবার কোনো কিছুই (এবং সকলকেই) কখনও ভাল্লাগে না

আদরের পরে পরেই যেটা অবশ্যম্ভাবী
অনেকটা কাব্যবিচারের মতো 

সেটা হলো তোমার লাথি
হৃদয় ভাঙ্গার  কঠিন  এক ব্রত

কিন্তু ধৈর্য যার প্রেমের বেনু,
তারও  আছে ব্রত

(তাই) জড়িয়ে দুই সুডৌল জানু ,
সে অবিরাম চুম্বনেই  নিরত

যতবার ভাঙ্গবে , ততবারই গড়ব,
চলবে এই ভাঙ্গাগড়ার খেলা;

তুমি মজা পাবে, বা আমি রেগে যাব  
বোধ করি, এই ভাবেই গড়িয়ে যাবে বেলা

No comments: