Saturday, May 9, 2015

দূরত্ব

হৃদয়েতে লাগলে দোলা

নাকি বেশী বাঁচে লোকে
স্তব্ধ হোক তবে শব্দ খেলা

যেন মৃত্যু দূরে থাকে।

বকবকানি বিচ্ছু মেয়ে
কয়েক যুগ আগে

তাকিয়ে খালি থাকে চেয়ে
তার কবিতা ভালো লাগে।



ছোট-বড়  দাদু-দাদা 
সব কবিরাই ভালো

(তবে) শিখরে যে স্থিত দাদা
সেই  মনে জাগায় আলো।

(আজ)
থাকে না সে  কারুর  সাতে-পাঁচে,

মেয়ের ভীষণ  জ্বালা ;

অনন্তকাল যেন থাকে বেঁচে

তার হৃদয়ে লাগুক দোলা।

No comments: