Tuesday, July 29, 2014

ছড়া , আগের মতো


আগের মতো ,

ইচ্ছে করে গল্প করি বসে ;

আগের মতো ,

ইচ্ছে করে উড়িয়ে দিই হেসে


(কতসব) গল্পগুজব কল্পকথা তোমায় আমায় নিয়ে

(যখন) সাহস জোগাড় করে নিতাম তোমারই মুখ চেয়ে।

আগের মতো ,

ইচ্ছে করে তোমায় রাগিয়ে দিতে ;

আগের মতো ,

ইচ্ছে করে হাসপাতালে যেতে

সূর্যডোবা অন্ধকারে , বসে থেকে পাশে

আঁকড়ে-ধরার অঙ্গীকারে, সব ভুলি নিমেষে ।

এখন সরে অনেক দূরে

 মন মজেছে অন্য সুরে

রাগ অনুরাগ আর বেজায় বিরাগ

দূর দূর দূর , ভাগ ভাগ ভাগ !

তার চেয়ে ভালো খাটিয়ে মাথা

ভরব পাতায় এই কাব্য গাথা।  

No comments: