The 6th world cup for T20 in India is already in full swing although only one of four rounds has been played in the Super10. The gentle giant Gayle
has steered his team, West Indies ahead
with a blistering century full of mighty sixes and crafty fours. England showed
patience and application in winning its match against South Africa after a
world-cup record chase. NewZealand’s wrist spinners & seamers closed India
& Australia out while Afghanistan,
the new kid in the block, is showing positive signs of breaking through to the
other side in this world cup itself. The tempo is feverish though it’s the
early stage , so much so that today’s India-Pakistan clash at Eden gardens,
Kolkata has become a must-win-match for
India in group B.
Saturday, March 19, 2016
Monday, February 15, 2016
কি এসে যায় ?
সেদিন তোমার নাম কানে এলো
আলগোছে কেউ যেন বলছিলো।
তোমাকে দেখে, সে মহিলার, বেশ-ভালো-আছো বলেই মনে হয়।
পাশ দিয়ে এক পরিচারক প্লেট নিয়ে চলে যায় ।
তোমার নাম-টা, মহিলা একটা স্যানউইচ তুলে খেতে ব্যাস্ত হয়ে পরায়,
আবার আলগোছেই হারিয়ে যায় ।
গম্ভীর পেঁচকের মত দাঁড়িয়ে, আমি তাকিয়ে থাকি নির্নিমেষে,
মধ্যাকাশে ,
ভ্রু কুঁচকিয়ে, আমি ঐ মহিলার পেছু নিই
শুনতে, শুধু আরেকটি বার, সেই নাম সেই কুহকিনী ধ্বনি
সেই ব্যাঞ্জনধবনি, সেই স্বরধবনি - আমার কি নিদারুন বোকামি!
নিয়ম করে সতর্কতা পালন করি, যে আমি।
তোমাকে
ভালবাসি, এটা বল্লেও কম শোনায়।
শত চেষ্টাতেও,
তাড়াতে পারিনি তাকে, হায়!
আশা
ছিল, কবে হয়ত.... এখনও আশা রাখি
কোনও একদিন, নিশ্চয়, উড়ে যাবে পাখী।
পলকের দেখা অথবা কোন খবর বা কোন নাম আমাকে করেবনা অস্থির, সেদিন।
আসবে কবে সেই দিন? আসবে কবে সেই দিন?
(Translated from "What's in it ?" A poem from Vikram Seth's book Summer Requiem)
Subscribe to:
Posts (Atom)