Thursday, July 31, 2014

মুখপাত্রী

কত সখা আসে যায় বাড়ীতে
কত নারী সুন্দরী,শাড়ীতে
ঢেউ এসে মুছে দেয় বালিতে
ফুলদানি গেছে ভরে ডালিতে।
তবু তুমি এলে আশেপাশে
মনমেঘে নাও  ভাসে;
ক্লেদ, সে তো সবই আছে
বয়সের জমা গাছে;
একটুকু ভালো লাগা, ক্ষণিকের সুখ
মন আলো করে থাকে তোমারই মুখ।

No comments: