Friday, November 16, 2012

ছবি ও ছড়াতে:৩ ঘরে বাইরেজানলা দিয়ে পিছলে পড়ে
          এক চিলতে আলো
    মনটা ছিল ভারী মুষড়ে
  এখন লাগছে ভীষণ ভালো।

            বদ্ধ মনের রুদ্ধ ঘরে
 আমাদের সদাই আনাগোনা
বোকা বাক্সে দুনিয়াটা ঘোরে
   যেন চোখ থাকতেও কানা।

     ঘাট হয়েছে, ঘরেই থাকো
          গিয়ে কি হবে বাইরে?
 তবে জানলাটা  খোলা রেখো;
  যেটা দখিনে, বাইরের ঘরে।

COPYRIGHT : JAS 2012

No comments: